শ্রীনগরে কুরআন মাজীদ ছবক গ্রহন উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪২ PM, ২৫ জুলাই ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর-বাগবাড়ি সড়কের পাশে অবস্থিত হেরার আলো তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন মাজীদ ছবক উপলক্ষে আলোচনা সভা ও হাদিয়া প্রদান করা হয়েছে।

সোমবার সকালের দিকে মাদ্রাসা প্রাঙ্গণে ফেন্ডস্ সমাজকল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অত্র মাদ্রাসার পরিচালক মো. জসিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ছবক গ্রহন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন পরিচালক আব্দুল লতিফ আতাহারী, জসিমউদ্দিন শেখ, মুহাতামিম মাওলানা মো. মমিন, শিক্ষক হাফেজ মো. ফয়সাল, মোসাম্মৎ সোনিয়া আক্তার, সাদিয়া আক্তার, মারিয়া আক্তার, তন্তর পুরাতন জামে মসজিদের ইমাম মুফতি মো. ইসহাকসহ অনেকে।মাদ্রাসার শিক্ষার্থী মো. হাসান, মো. হুসাইন ও রাকিবা প্রথম পবিত্র কুরআন মাজীদের ছবক গ্রহন করা হাদিয়া প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :