শ্রীনগরে কুকুটিয়া ইউপি চেয়ারম্যান বাবু’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আরিফুল ইসলাম শ্যামল
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২৩ PM, ১৪ মে ২০২১

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান হাজী বাবুল হোসেন বাবু’র উদ্যোগে প্রায় ১ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৩ মে বৃহস্পতিবার সকালে কুকুটিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হাজী আঃ রাজ্জাক এন্ড আনোয়ারা বেগম মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই।

কুকুটিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. বাবুল হোসেন বাবু’র পরিচালনায় বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু’র ভাই বিশিষ্ট ব্যবসায়ী মো. মোজাম্মেল হক মজনু, শাকিল আরমান (হুমায়ুন) ও তার একমাত্র পুত্র শাহারিয়ার নাফিজ, ইউপি সচিব মো. ইদ্রিস আলী শেখ, ব্যবসায়ী মো. মতিউর রহমান, মো. রাজনসহ ইউপি সদস্যগণ।

এসময় ইউপি চেয়ারম্যান হাজী বাবুল হোসেন বাবু ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। করোনা মোকাবেলায় সবাইকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করার অনুরোধ করেন। এসময় তিনি, পরিবারের পক্ষ থেকে মরহুম পিতা-মাতা’র রুহের মাগফেরাতে সকলের কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, হাজী আঃ রাজ্জাক এন্ড আনোয়ারা বেগম মেমোরিয়াল ফাউন্ডেশনটি ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু’র মরহুম পিতা ও মাতা’র নাম অনুসারে সেবামূলক প্রতিষ্ঠানটি প্রতিষ্টা করা হয়। দীর্ঘদিন ধরে উক্ত ফাউন্ডেশনটি আত্মমানবতার সেবায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে। বিশেষ করে ফাউন্ডেশনের পক্ষ চলমান মহামারি করোনা ভাইরাস মোকাবেলা শুরু থেকেই এখনও পর্যন্ত বেশ কয়েক ধাপে অত্র এলাকায় হাজার হাজার কর্মহীন পরিবারকে নগদ অর্থ, বস্ত্র ও খাদ্য সহায়তা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :