শ্রীনগরে কাজী ফার্মস এর কাভার্ড ভ্যান খালে পরে আহত-১

মুন্সিগঞ্জের শ্রীনগরের আটপাড়ায় দক্ষিন বেলতলি (বট তলা) কাজী ফার্মস এর একটি কাভার ভেন নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পরে যায়। কাভার ভেন খালে পরার মূহুর্তে দ্রুত গাড়ি থেকে নামতে যেয়ে গাড়ির কন্ডাকটর আহত হয়েছে।
এলাকার বাসিন্দারা বলেন, সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ সদর এর দিকে থেকে দ্রুত বেগে শ্রীনগরে দিকে যাওয়ার পথে বট তলায় বিপরীত দিক থেকে আসা অটোকে সাইড দিতে যেয়ে রাস্তার পাশে রাখা বালুর উপর চাক্কা স্লিপ কাটে,পাশের খালে পরে যায়। গাড়ীটি খালি থাকায় তেমন কোন ক্ষতি হয়নি। গাড়ির ড্রাইভার খালের পানিতে লাফদিয়ে রক্ষা পায় কিন্তু কন্ডাকটর লাফ দিতে গিয়ে আল্প আঘাত প্রাপ্ত হন।