শ্রীনগরে কর্মহীন সেলুন মালিক ও কর্মচারীর মধ্যে খাদ্য সহায়তা প্রদান

শ্রীনগরে গত ২ সপ্তাহে চলমান কঠোর লকডাউনের কারণে কর্মহীন হয়ে পরা ৬৩ জন সেলুন মালিক ও কর্মচারীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে নবনির্মিত উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।
প্রত্যেকটি উপহার প্যাকেটের মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি করে চিনি, ডাল, লবণ, ১ লিটার ভোজ্যতেলসহ ২টি হুইল সাবান ও ১টি করে লাক্স সাবান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহামারি করোনা মোকাবেলায় কর্মহীন হয়ে পরা অন্যান্য পেশার মানুষদের মাঝেও পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর এসব খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে।