শ্রীনগরে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কাটা শুভ উদ্ধোধন

শ্রীনগর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা কর্মসূচির আওতায় ১০ জনের একটি টিম তৈরী করে রবি মৌসুমে বøক প্রদর্শনীর মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের চাষাবাদ করা হয়েছিল।চাষাবাদকৃত ধান শনিবার সকাল সারে ১১ টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের সমষপুরে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে কর্তনের শুভ উদ্ধোধন করা হয়।শুভ উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন,শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ,উপজেলা সহকারী কমিশনার ভ‚মি কেয়া দেবনাথ, উপজেলাা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা কৃষি অফিসার শান্তনা রানী প্রমূখ।