শ্রীনগরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

রাজশাহী মেডিকেল কলেজের পরিচালক কর্তৃক ঔষধ কোম্পানির প্রতিনিধিদের লাঞ্চিত করার প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও মাবববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়।
শ্রীনগর উপজেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির (ফারিয়া) শ্রীনগর শাখার সভাপতি মো. সুলতাল, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ক্রীড়া সম্পাদক রাকিব বাড়ৈ, প্রচার সম্পাদক মো. শরীফউজ্জামান সহ মো. নুরুউদ্দিন, মাসুম কায়সার প্রমুখ।