শ্রীনগরে ওরশ মোবারক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩৮ PM, ০৩ ডিসেম্বর ২০২১

শ্রীনগরে আশেকে রাসুল (সাঃ) বাবা হযরত ওয়ায়েছ করনী (রঃ) এর আশেকের দরবার শরীফে বাৎসরিক ওরশ মোবারক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের ছনবাড়ির হরপাড়ায় দরবার শরীফে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দরবার শরীফ কমিটির লোকাজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিবছরের মত ৩ দিনব্যাপী এবারও গত ১ ডিসেম্বর হরপাড়ায় (করণ নগর) দরবার শরীফে বাৎসরিক ওরশ মোবারক শুরু হয়। হাজারো ভক্তবৃন্দ ও দর্শনার্থীর আগম ঘটে এখানে।

আপনার মতামত লিখুন :