শ্রীনগরে একদিনে ৩৩ জনের করোনা শনাক্ত

শ্রীনগরে একদিনে নতুন করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা ভাইরাস শনাক্তের মোট সংখ্যা দাড়ালো ৮৩৯জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৮৬ জন। মারা গেছেন ৭ জন।
শনিবার সকালে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হক এই তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি, মহামারি করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে নিরাপদে থাকতে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করা ও স্বাস্থ্যবিধি মানার আহবান করেন।