শ্রীনগরে উদ্বোধন হলো মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র

মুন্সীগঞ্জের শ্রীনগরে উদ্বোধন হলো মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।গতকাল সোমবার সকালে দেশের প্রতিটি উপজেলায় নির্মাণাধীন ৫৬৪টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে চতুর্থ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠান গণভবন থেকে একযোগে শুভ উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত থেকে ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন।
এ উপলক্ষে শ্রীনগর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, তত্বাবধায় প্রকৌশলী গণপূর্ত বিভাগ (মুন্সীগঞ্জ) মো. উজির আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আশিফ নেওয়াজ, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফিরোজা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।