শ্রীনগরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

তাইজুল ইসলাম উজ্জ্বল
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৩৯ PM, ৩০ মার্চ ২০২১

ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মাওয়া সড়কের এক্সপ্রেসওয়ের নিমতলায় বিক্ষোভরত জনতার উপর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।সোমবার বেলা ১১ টার দিকে শ্রীনগর উপজেলার পাইলট স্কুলের সামনে থেকে মিছিলটি বের হয়ে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, স্বাধীনতা দিবসে বিক্ষোভরত জনতার উপরে হামলা ও নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে রবিবার হরতালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলায় হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদ ও সৈয়দপুর মাদ্রাসার মুহতামিম আল্লামা বশির আহমেদসহ বিক্ষোভ কারীদের উপর নির্বিচারে গুলি ও হামলা করে। স্বাধীন দেশে এমন আচরণে আমরা মর্মাহত।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসেন লস্করপুরী,হেফাজতে ইসলাম শ্রীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা ইউনুছ কাশেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামসিদ্ধি ইউনিয়ন শাখার সভাপতি মফতি আব্দুর রহমান, নূরে আলম সিদ্দিকী মামুন সহ আরো অনেকে।

আপনার মতামত লিখুন :