শ্রীনগরে ইলিশ সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে সভা

“ মা ইলিশ রক্ষা পেলে, বার মাস ইলিশ মিলে” শ্লোগানকে সামনে রেখে, মুন্সীগঞ্জের শ্রীনগরে ২০২১-২২ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জনসচেতনতামূলক সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার মো. সজিব আহমেদ, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার বসাকসহ র্যাব-১১, ভাগ্যকুল কার্যালয়ের প্রতিনিধি প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান, জেলে প্রতিনিধি, বরফ কল মালিক ও বিভিন্ন আড়তের মৎস্য ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ইলিশ সম্পদ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ণের লক্ষ্যে মা ইলিশ রক্ষায় আগামী ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশ ধরা, কেনা-বেচা ও বহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এ সময় নদীতে ইলিশ ধরা দন্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীর জেল-জরিমানা হতে পারে।