শ্রীনগরে ইয়াসমিন দেলোয়ার মর্ডান হাসপাতালের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

তাইজুল ইসলাম উজ্জ্বল
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৪২ PM, ১৬ নভেম্বর ২০২০

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ড সংলগ্ন ইয়াসমিন দেলোয়ার ডায়াগনিষ্টিক সেন্টার এন্ড মর্ডান হাসপাতাল লিঃ এ চিকিৎসা সেবার আয়োজন করে।রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসা সেবা দেয়া হয়।এসময় ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাও করা হয়।

ইয়াসমিন দেলোয়ার ডায়াগনষ্টিক সেন্টার এন্ড মর্ডাণ হাসপাতাল লিঃ এর পরিচালক রবিন মিয়ার সার্বিক সহযোগীতায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন ডাঃ সৈয়দা জামিলা হোসেন হলি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের রেজিস্ট্রার ও হেপাটোবিলিয়ারী সার্জন ডাঃ দেবাশীষ বর এ চিকিৎসা সেবা প্রদান করেন।

আপনার মতামত লিখুন :