শ্রীনগরে ইয়াবাসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৫৯ AM, ২৩ ফেব্রুয়ারী ২০২৩

মুন্সীগঞ্জের শ্রীনগরে ১৮পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।গত মঙ্গলবার রাতে উপজেলার কুকুটিয়া এলাকায় ওই যুবকদের আটক করা হয়।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম বাবু (২৫) ও নাহিদ (২৪) নামে দুই যুবককে থানায় নিয়ে আসে।সাইফুল ইসলাম বাবু কুকুটিয়া এলাকার বাবুর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য তোফায়েল আহম্মেদ বলেন, শ্রীনগর থানার এসআই মানিকের কাছে ইয়াবাসহ দুজনকে হস্তান্তর করা হয়।দুই যুবক একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিবন্দী গ্রামের বাসিন্দা।

এদিকে ইয়াবা উদ্ধার পরবর্তী একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। এতে দেখা যায়, ঘটনাস্থলে অভিযুক্তদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন।এতে আটককৃত এক যুবক উপস্থিত লোকজনের সামনে হাসিম আলী আমিন নামে এক ব্যক্তির নাম বলছেন।তার নির্দেশে মাদক নিতে আসছেন তারা।

একটি সূত্র জানায়, হাসিম আলী আমিন শ্রীনগর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হওয়ায় প্রভাব খাটিয়ে আটককৃত যুবকদের ছাড়ানোর চেষ্টা চালাচ্ছেন।

এ ব্যাপারে হাসিম আলী আমিনের কাছে জানতে চাইলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি (আজ) থানায় এসেছি এটা সত্য।তবে আটককৃত বাবু ও নাহিদকে আমি ছাড়াতে আসিনি।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, আটককৃত দুজনকে মাদকসহ এসআই মানিক থানায় নিয়ে আসে।তবে আটককৃতদের দাবি একটি পক্ষ তাদেরকে মাদক দিয়ে ফাঁসিয়েছে।এ কারণে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।আটককৃতরা পুলিশ হেফাজতে রয়েছে।

 

আপনার মতামত লিখুন :