শ্রীনগরে ইজিবাইক উল্টে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০৪ AM, ২৪ ফেব্রুয়ারী ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্যাটারী চালিত ইজিবাইক উল্টে মো. নয়ন খান (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।মঙ্গলবার বেলা ১১ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের দক্ষিণ পাইকশায় এই দুর্ঘটনা ঘটে।বৃদ্ধ নয়ন খান উপজেলার ষোলঘর এলাকার দক্ষিণ কেয়টখালী গ্রামের মৃত তমিজউদ্দিন খানের পুত্র।

স্থানীয়রা জানায়, যাত্রী বোঝাই অটোরিক্সাটি ওই সড়কে গোয়ালীমান্দ্রা হাটে যাচ্ছিল।যাত্রীসহ হঠাৎ অটোরিক্সাটি উল্টে সড়কে ছিটকে পড়ে।

ফারুক নামে এক পথচারী জানান, এ ঘটনায় নারী যাত্রীসহ ৪ জন আহত হয়।এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

ওই বৃদ্ধের পুত্র রফিকুল জানান, তার পিতা গোয়ালীমান্দ্রা সাপ্তাহিক হাটে যাওয়ার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বাহির হন।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ জুবায়ের জানান, এখানে আনার আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শ্রীনগর থানার এসআই মো. সুজায়েত জানান, আবেদনের পরিপেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :