শ্রীনগরে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

রেজাউল করিম রয়েল
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৬ PM, ১৩ জানুয়ারী ২০২১

শ্রীনগরে ব্যাটারি চালিত ইজিবাইকের চাকার সাথে ওড়না পেঁচিয়ে ডালিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের উপজেলার নন্দিপাড়ায় এই ঘটনা ঘটে। ডালিয়া বেগম উপজেলার তন্তর তন্তর ইউনিয়নের সোন্ধারদিয়া গ্রামের জামাল খাঁনের স্ত্রী। সে ২ সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে ডালিয়া বেগম তার বাবার বাড়ি পাটাভোগ থেকে একটি ব্যাটারি চালিত ইজিবাইকে করে সোন্ধারদিয়া তার স্বামীর বাড়িতে যাচ্ছিল। চলতি পথে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গেলে ঘটনা স্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়।

এব্যাপরে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, ময়না তদন্তের জন্য রাজি না থাকায় আবেদনের পরিপেক্ষিতে গৃহবধূর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :