শ্রীনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া

আগামী ১১ নভেম্বর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মোট ১৪টি ইউনিয়নে ইউপি নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে উপজেলা ব্যাপী বিভিন্ন স্থানে মানুষের মুখে মুখে শুরু হয়েছে নির্বাচন সংক্রান্ত আলাপ আলোচনা। তফসিল ঘোষনার পর থেকে বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও মহিলা এবং পুরুষ ইউপি সদস্যরা নির্বাচনী আগাম প্রচার প্রচারনা শুরু করছেন। এরই মধ্যে শুরু হয়েছে ইউনিয়ন ভিক্তিক আ’লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদ প্রার্থীদের সাথে স্থানীয় নেতাকর্মীদের বৈঠক। তারা বলছেন জননেত্রী শেখ হাসিনা যার হাতেই নৌকা তুলে দিবেন তার হয়েই নৌকার বিজয় সুনিশ্চিত করতে নির্বাচনী মাঠে কাজ করবেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন দ্বিতীয় দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষ্যে তফসিল ঘোষনা করেন। এই ঘোষনার আওতায় মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলার মধ্যে একমাত্র শ্রীনগর উপজেলার কুকুটিয়া, আটপাড়া, তন্তর, বীরতারা, পাটাভোগ, হাঁসাড়া, বাড়ৈখালী, রাঢ়িখাল, ভাগ্যকুল, বাঘড়া, কোলাপাড়া, শ্যামসিদ্ধি, শ্রীনগর (সদর) ও ষোলঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার খবর জানা যায়। গত বুধবার সন্ধ্যার দিকে এ বিষয়ে নিশ্চিত করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।
উপজেলা বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে বিভিন্ন চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউপি সদস্য প্রার্থীগণ নিজ নিজি এলাকায় প্রচার প্রচারনার প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও তফসিল ঘোষনার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন প্রার্থীর পক্ষে সমর্থন জানিয়ে দোয়া চাইছেন। বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাটে, জনসমাগম স্থানে ও হাট বাজারের চায়ের দোকানে মানুষের মুখে মুখে শুনতে পাওয়া যাচ্ছে পছন্দের প্রার্থীদের নিয়ে আলাপ আলোচনা করতে। বিভিন্ন ইউনিয়ন জুড়ে দেখা যাচ্ছে একাধিক নবীন ও প্রবীণ চেয়ারম্যান পদপ্রার্থীর আত্বপ্রকাশ। আ’লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থীর সংখ্যা একাধিক হওয়ায় এরই মধ্যে শুরু হয়েছে ইউনিয়ন ভিক্তিক প্রার্থী সমঝোতা মিটিং।
জানা যায়, গত ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার ষোলঘর আ’লীগের মনোনীন প্রার্থী আলহাজ আজিজুল ইসলাম বিনা প্রতিদ্ব›িদ্বতায় চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া আ’লীগ মনোনীত শ্রীনগর সদর ইউনিয়নে আলহাজ মোখলেছুর রহমান, বাঘড়া নুরুল ইসলাম, পাটাভোগ ফিরোজ আল মামুন, কোলাপাড়া নেছারউল্লাহ সুজন, বীরতারা মো. আজিম হোসেন খান, ভাগ্যকুল কাজী মনোয়ার হোসেন শাহাদাত, রাঢ়িখাল আব্দুল বারেক খান বারী ও তন্তর মো. জাকির হোসেন নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। অপরদিকে কুকুটিয়া স্বতন্ত্র প্রার্থী মো. বাবুল হোসেন বাবু ও হাঁসাড়া মো. সোলায়মান খাঁন জনগণের রায়ে চেয়ারম্যান নির্বাচিত হন। অন্যদিকে শ্যামসিদ্ধি বিএনপি সমর্থীত মো. রতন মিয়া ও আটপাড়া বিএনপি বিদ্রোহী আইয়ুব আলী খান ও বাড়ৈখালীতে আ’লীগের বিদ্রোহী প্রার্থী হাজী সেলিম হোসেন তালুকদার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
হাঁসাড়া ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান খাঁন বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের লক্ষ্যে এলাকায় কাজ করছি। জনগণ যদি আমাকে চান তাহলে পুনরায় নির্বাচন করবো।
ষোলঘর ইউপি চেয়ারম্যান আলহাজ আজিজুল ইসলাম বলেন, গতবার বিনা প্রতিদ্ব›িদ্বতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে এবার নৌকা প্রতীক দেন তাহলে নির্বাচন করবো ও জয় সুনিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে জনগণের কল্যাণে কাজ করবো এবং ষোলঘর ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়নে হিসেবে রুপান্তিত করবো। এছাড়াও অন্যান্য চেয়ারম্যান প্রার্থীরা জানান, তারা আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহনের প্রস্তুতি নিচ্ছেন। আ’লীগ মনোনয়ন প্রত্যাশী একাধিক চেয়ারম্যান প্রার্থী জানায়, নেত্রী যার হাতে নৌকা তুলে দিবেন তারা সবাই তার হয়েই নির্বাচন করবেন।
সূত্রমতে জানা যায়, উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা প্রায় ২ লাখ ৫১ হাজার ৭৪৪টি। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩১ হাজার ৩৪৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ৪০১ জন। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে এসব ভোটারগণ ভোটাধিকার প্রয়োগ করার মধ্যে দিয়ে নিজেদের পছন্দের চেয়ারম্যান ও মেম্বারকে নির্বাচিত করবেন। এমনটাই জানান ইউনিয়ন বাসী।
এ ব্যাপারে শ্রীনগর উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম জানান, তফসিল ঘোষনার পর থেকেই আমরা কাজ শুরু করে দিয়েছি। এরই মধ্যে বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোর বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।