শ্রীনগরে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন

বন্যা কবলিত এলাকার আশ্রয় কেন্দ্র পরির্দশন করেছেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মসিউর রহমান মামুন । ৩ আগস্ট রোববার বেলা ১২ টার দিকে কোলাপাড়া আশ্রয় কেন্দ্র পরির্দশনকালে বন্যায় কবলিত ৩২ টি আশ্রিত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন আর্থিক কোলাপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম লিটন, মহিলা মেম্বার মুন্নী আক্তার, মেম্বার নুর ইসলাম ও ইউনিয়ন পরিষদের সচিব আলী হোসেন প্রমুখ।
এ সময় উপজেলা চেয়ারম্যান বলেন করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে সবাইকে আশ্রয় কেন্দ্রে থাকতে হবে। আশ্রিত পরিবারগুলোর এখানে থাকতে যেন কোনও অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রাখতে বলেন এবং ত্রাণ বিতরণ কার্যে সন্তোস প্রকাশ করেন।