শ্রীনগরে আলোকিত ছত্রভোগ ক্লাবের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

আরিফুল ইসলাম শ্যামল
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩১ PM, ১০ মে ২০২১

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলোকিত ছত্রভোগ ক্লাবের উদ্যোগে শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকার বিভিন্ন স্থারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকার ১০ টার দিকে টায় ইউনিয়নের ছত্রভোগ গ্রামের আলোকিত ছত্রভোগ ক্লাবের আঙ্গিনায় সংগঠনের সদস্যরা অত্র এলাকায় করোনা রোধে কর্মহীন শতাধিক পরিবারের বাড়িতে বাড়িতে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আব্দুল জলিল, সভাপতি শেখ সুজন হাসান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউর করিম, সহ-সভাপতি এ্যাডভোকেট রাসেল রায়হানসহ আরিফ খাঁন, মিলন বেপারী, পারভেজ নাদিম, স্বাধীন, জুনায়েদ, সুমন, জলিল বেপারী, পিন্টু প্রমুখ।

উল্লেখ্য, আলোকিত ছত্রভোগ ক্লাবটি অত্র এলাকায় বিভিন্ন সমাজ সেবা মূলক কাজকর্ম করার পাশাপাশি মানবতার কল্যাণে কাজ করে আসছে। এরই মধ্যে সংগঠনটি ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

আপনার মতামত লিখুন :