শ্রীনগরে আ’লীগ নেতা মিলনের মৃত্যুতে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৩৭ PM, ১১ জুন ২০২১

সদ্যপ্রয়াত শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর খাঁন মিলনের স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ভাগ্যকুল হরেন্দ্র লাল স্কুল এন্ড কলেজ মাঠে এ কর্মসুচি পালিত হয়। প্রবীণ আ’লীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম সুর্য খানের সভাপতিত্বে ও ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুলের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রিয় কমিটির ক্রীড়া সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিসাত সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, খান মোহাম্মদ তোহা, ব্যারিষ্টার গোলাম কিবরিয়া শিমুল, ভাগ্যকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম খান একুল, তানভীর ইসলাম খান, আলী আক্কাস মৃধা জীবন, রেদওয়ান চৌধুরী,মোঃ হানিফ বেপারী, সাবেক ভাগ্যকুল ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি সুলতান আলী, ইঞ্জিনিয়ার মেহবুব আলম,মরহুম আবু বকর খান মিলন এর বড় ভাই কাইয়ুম খান ছোট ভাই শাহীন খান ছেলে মাহাদী হাসান খান,আরো উপস্থিত ছিলেন সুমন শেখ, গবিন্দ চন্দ্র বর্মন,রাকিবুল ইসলাম পাপ্পু,মোঃ মিথুন, অপু সর্দার, যুবায়ের হোসেন,ছাত্র লীগের সভাপতি মোঃ রাব্বি, সুমন প্রমুখ।

আপনার মতামত লিখুন :