শ্রীনগরে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে আম পারার সময় গাছ থেকে পড়ে গিয়ে মায়া আক্তার (৯) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকালের দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মায়া আক্তার ওই গ্রামের আপেল খানের মেয়ে।সে ষোলঘর ইউনিয়নের কেওয়াটখালী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। এলাকাবাসী জানায় সকাল ৯টার দিকে মায়া নিজ বাড়ির আম গাছে উঠে আম পাড়ার সময় গাছ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ প্রহোলাদ জানান সকালের দিকে গাছ থেকে পরে যাওয়া একজন রোগী এসেছিলেন তার শ্বাসনিতে কষ্ট হওয়ায় অক্সিজেন দিয়ে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছিলো।সে আশঙ্কাজনক অবস্থায় ছিলেন।