শ্রীনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৩৫ PM, ০৪ অক্টোবর ২০২১

মুন্সীগঞ্জের শ্রীনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।সোমবার সকালে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর বউবাজার এলাকায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করে।

এ উপলক্ষে প্রবীণদের নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় পাচ জন শ্রেষ্ঠ প্রবীণ ও পাচ জন শ্রেষ্ঠ প্রবীণ সন্তান কে প্রবীণ কল্যানে অবদানের জন্য স্বীকৃতি স্বরুপ নগদ অর্থ ও ক্রেস্ট বিতরন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বারেক খান বারী।

এছাড়াও উপস্থিত ছিলেন রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুল আউয়াল,রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের সদস্য হারুন বেপারী, ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের সাবেক সিনিয়র শিক্ষক হাকিম শিকদার, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মোঃ শহীদুল ইসলাম খান,কর্মসূচি সমন্বয়কারী মোঃ এনায়েত উল্যা, এরিয়া ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আপনার মতামত লিখুন :