শ্রীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৭ PM, ০৯ ডিসেম্বর ২০২১

মুন্সীগঞ্জের শ্রীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১০টায় উপজেলার রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের সামনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এ মানববন্ধন করে।পরে সকাল ১১টায় রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের হল রুমে নবীন ও প্রবীণদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক খান।

সভায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস নিয়ে আলোচনা করেন ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের সাবেক সিনিয়র শিক্ষক হাকিম শিকদার, যুব কমিটির সভাপতি মোঃ রাব্বি।

এসময় উপস্থিত ছিলেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মোঃ এনায়েত উল্যা,রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর এরিয়া ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আপনার মতামত লিখুন :