শ্রীনগরে আখ চাষে কৃষকের আগ্রহ কমেছে

আরিফুল ইসলাম শ্যামল
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩০ PM, ০১ এপ্রিল ২০২১

গত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এবছর আখ চাষে আগ্রহ কমেছে। এছাড়াও এই অঞ্চলে আখ চাষে সরকারিভাবে কোন সুযোগ সুবিধা না থাকায় দিনদিন এখানকার কৃষকরা এচাষে আগ্রহ হারাচ্ছেন। তার পরেও গত বছরের ক্ষতির পরিমান কিছুটা পুষিয়ে উঠতে অনেকেই আখ চাষ করছেন।

এমনটাই লক্ষ্য করা গেছে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া, কল্লিগাঁও, সিংপাড়া, বীরতারা, সাতগাঁও এলাকায় কিছুসংখ্যক জমিতে আখ চাষ করা হচ্ছে। এক সময় উপজেলা বিভিন্ন স্থানে বিভিন্ন জাতের রসাল-সুস্বাদু এসব আখের ব্যাপক চাষাবাদ করা হলেও নানা সমস্যার সম্মূখীন এখন আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষক। সরেজমিনে দেখা গেছে, এই অঞ্চলের জমিতে আলু উত্তোলণ শেষের দিকে। আগামী এক সপ্তাহের মধ্যেই এই অঞ্চলের জমির আলু উঠানোর সম্পন্ন হবে।স এসব আলু জমির কোন কোন জমিতে আখ চাষ করা হচ্ছে। জমিতে আখের চারা রোপন করা হয়েছে। আখ পরিচর্যায় জমিতে বিভিন্ন কাজকর্ম করছেন চাষীরা। উপজেলার সাতগাঁও ও আটপাড়ায় দেখা যায়, জমিতে আখের চারা সারিবদ্ধভাবে রোপন করা হয়েছে। এরই মধ্যে চারাগুলো জমিতে ছোপ আকারে ধারণ করতে দেখা গেছে।

জানা গেছে, উপজেলায় গতবছর আখের চাষ করা হয়েছিল প্রায় ১৫০০ হেক্টর জমিতে। সরকারিভাবে আখচাষে কোনও সুযোগ সুবিধা আসেনা। এচাষে নেই কোনও প্রর্দশনী। অপরদিকে গেল বন্যায় উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হলে এখানকার কৃষিতে ব্যাপক ক্ষতি হয়। এর মধ্যে বেশীর ভাগ আখ চাষী ও মৎস্য খামারিরা লোকসানের মুখে পরেন। জানা গেছে, হঠাৎ বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় গতবার বেশীরভাগ কৃষকই জমি থেকে আর আখ তুলতে পারেননি। ক্ষেতের আখ পানিতে ডুবে পচে নষ্ট হয়েছে।আখ চাষী আলী শেখ বলেন, তার জমিতে ২৭ জাতের আখের চাষ করছি। এখনও কোনও বৃষ্টির দেখা নেই। জমির মাটি শুকিয়ে আছে। বৃষ্টি হলে জমিতে আখের চারাগুলো দ্রত সবল হত। মো. রাজ্জাক, আজিজুল ইসলাম বলেন, তারা আলু উঠানোর পর থেকে আখ নিয়ে ব্যস্ত আছেন। আখ পরিচর্যায় জমিতে বিভিন্ন কাজকর্ম করছেন। তারা একই জমিতে আলু ও আখ চাষ করে আসছে। গেল সিজনে বন্যায় তারা আখ তুলতে পারেননি। জমির আখ সবই পানিতে ডুবে নষ্ট হয়েছে। এবারও তারা লোকসান কাটিয়ে উঠতে আখ চাষ করছেন। তারা বলেন, দিনদিন এখানে আখ চাষে মানুষের আগ্রহ কমছে। এচাষে সরকারের পক্ষ থেকে যদি কৃষকদের সাহায্য সহযোগিতার পাশাপাশি আর্থিক সহযোগীতা করা হয় তাহলে এই অঞ্চলে আখ চাষে কৃষকের আগ্রহ বাড়ত এমনটাই জানান তারা।

আপনার মতামত লিখুন :