শ্রীনগরে আওয়ামী লীগ নেতার ইন্তেকাল

টুডে ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৪ PM, ৩১ জুলাই ২০২১

শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আব্দুল হামিদ সবজল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার বিকাল ৩টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন।মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭০বছর।তিনি ভাগ্যকুল ইউনিয়নের কামাড়গাও গ্রামের মৃত ওসমান কাজীর ছেলে।

কাজী আব্দুল হামিদ সবজল মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।ভাগ্যকুল ইউনিয়নের কামাড়গাও মৃধা বাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বাদ এশা মরহুমের নামাজের জানাজা শেষে দক্ষিণ কামাড়গাও কবরস্থানে তাকে দাফন করা হয়।

কাজী আব্দুল হামিদ সবজল শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

আপনার মতামত লিখুন :