শ্রীনগরে আইস ও ইয়াবাসহ গ্রেফতার-৪

তাইজুল ইসলাম উজ্জ্বল
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:২১ PM, ১৮ ডিসেম্বর ২০২১

মুন্সীগঞ্জের শ্রীনগরে র‍্যাব-১০ এর পৃথক অভিযানে ১০.৫৪ গ্রাম মাদক আইস ও ১০ হাজার ৬২৩ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার সকাল সোয়া ৭টা ও সারে ৭টার দিকে উপজেলার দামলা এলাকা থেকে রিপন (৩৫), সাহিদা (২৬), মো. লিটন (৩০) ও মাজেদা বেগম (৩৫) কে গ্রেফতার করা হয়।

শুক্রবার বিকেলে র‍্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (১৭ই ডিসেম্বর) সকাল সোয়া ৭টায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন দামলা এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রিপন (৩৫), সাহিদা (২৬) ও মোঃ লিটন (৩০) কে গ্রেফতার করে।যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়াও সকাল সারে ৭টার দিকে উক্ত আভিযানিক দল একই এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১০.৫৪ গ্রাম ভয়ংকর মাদক আইস ও ৯ হাজার ৯২৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাজেদা বেগম (৩৫) কে গ্রেফতার করে।যার আনুমানিক বাজার মূল্য ৩৩ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।এসময় তার কাছ থেকে ০১টি মোবাইল ফোন ও ৭৫০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী।তারা বেশ কিছুদিন যাবৎ শ্রীনগরসহ মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় ভয়ংকর মাদক আইস ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছে।

গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আপনার মতামত লিখুন :