শ্রীনগরে অটো গ্যারেজে চুরি

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১০ PM, ২৮ মে ২০২১

শ্রীনগরে একটি অটো গ্যারেজে চুরির ঘটনা ঘটছে। বৃহস্পতিবার গভির রাতে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাম্মনপাইকসা গ্রামে মসজিদের পশ্চিম পাশে নিতুল এন্টার প্রাইজে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী অটো গ্যারেজ মালিক শাহিন ইসলাম জানায়, উপজেলার ব্রাম্মনপাইকসা গ্রামে মসজিদের পশ্চিম পাশে নিতুল এন্টার প্রাইজ নামে তার একটি অটো রিক্সার গ্যারেজে রয়েছে। প্রতিদিনের মত ওই দিনও তিনি গ্যারেজে বিভিন্ন মালিকের ৫ টি অটোরিক্সা ও ৭ টি মিশুক রাখাছিল। আর গ্যারেজের পূর্ব পাশেই তার একটি টিনের একচালা কক্ষ রয়েছে। ঘটনার দিন রাতে সবগুলো অটো রিক্সা ও মিশুক রেখে গ্যারেজের টিনের দরজায় দুইটি তালা লাগাইয়া কক্ষে ঘুমাইতে যান। আনুমানিক রাত সারে ৩ টার দিকে তিনি প্রাকৃতিক ডাকে সারা দেওয়ার জন্য কক্ষ হতে বাহির হইতে চেষ্টা করিলে দেখতে পান তার কক্ষের দরজায় তালা দেওয়া রয়েছে। তিনি তার কক্ষের ভিতরে গোপন দরজা খুলে বাহির হইয়া দেখেন গ্যারেজের দক্ষিন পাশের জানালার নিচের টিন কেটে একদল সংঘবদ্ধ অজ্ঞাত চোর গ্যারজের ভিতর প্রবেশ করে দরজার প্রধান দুটি তালা কৌশলে খুলে গ্যারেজ হতে ১ টি অটো রিক্স্রা ও ৪টি মিশুক চুরি করিয়া নিয়ে গেছে।

এ ব্যপারে শাহিন ইসলাম বাদি হয়ে শ্রীনগর থানায় একটি অভিযোগ করেছে। এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়াতুল ইসলাম ভূঞা’র কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তে করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :