শ্রীনগরের ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১নভেম্বর

দ্বিতীয় ধাপে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আগামী ১১নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে তফসিল ঘোষণা হয়েছে।বিষয়টি বুধবার রাতে নিশ্চিত করেছেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।
এতে শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন সহ আরও ৮৩৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আগামী ১১নভেম্বর শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ জানান, আমরা এরকম জেনেছি এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো চিঠি বা নির্বাচন কমিশনের ওয়েব সাইটে কিছু পাইনি।তবে যত টুকু জেনেছি মুন্সীগঞ্জ জেলার মধ্যে শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে ১১নভেম্বর নির্বাচন হবে।
এর আগে বুধবার সকালে নির্বাচন কমিশনের ৮৬তম সভা শেষে দ্বিতীয় ধাপের সারাদেশের ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খন্দকার।এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
ইসি সচিব হুমায়ুন কবীর খন্দকার জানান দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোটগ্রহণ ১১ নভেম্বর।