ইউপি নির্বাচন : শ্রীনগরের ১৪ ইউনিয়নে ৬১প্রার্থীর মনোনয়ন দাখিল

তাইজুল ইসলাম উজ্জ্বল
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:০৭ PM, ১৮ অক্টোবর ২০২১

আসন্ন শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে।রবিবার মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে এ পর্যন্ত চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৬১জন, সংরক্ষিত ইউপি সদস্য (নারী) প্রার্থী হিসেবে ১২৬জন ও সাধারণ ইউপি সদস্য (পুরুষ) প্রার্থী হিসেবে ৪৩৯জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা রফিকুল ইসলাম।

মনোনয়ন পত্র জমা দেয়া ৬১ ইউপি চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী ১৪, ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী ১৩জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩৪জন মনোনয়ন পত্র দাখিল করেন।

এর মধ্যে বাড়ৈখালী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ১জন ও স্বতন্ত্র প্রার্থী ২জন।

হাসাড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ১জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ১জন ও স্বতন্ত্র ২জন।

বীরতারা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ১জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ১জন ও স্বতন্ত্র ২জন।

ষোলঘর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ১জন,ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ১জন ও স্বতন্ত্র প্রার্থী ৩জন।

শ্রীনগর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ১জন,ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ১জন ও স্বতন্ত্র প্রার্থী ১জন।

শ্যামসিদ্ধি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ১জন,ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ১জন ও স্বতন্ত্র প্রার্থী ২জন।

বাঘড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ১জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ১জন ও স্বতন্ত্র প্রার্থী ৪জন।

ভাগ্যকুল ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ১জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ১জন ও স্বতন্ত্র প্রার্থী ৩জন।

রাঢ়ীখাল ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ১জন,ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ১জন ও স্বতন্ত্র প্রার্থী ৩জন।

কোলাপাড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ১জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ১জন ও স্বতন্ত্র প্রার্থী ২জন।

পাটাভোগ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ১জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ১জন ও স্বতন্ত্র প্রার্থী ২জন।

আটপাড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ১জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ১জন ও স্বতন্ত্র প্রার্থী ২জন।

তন্তর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ১জন,ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ১জন ও স্বতন্ত্র প্রার্থী ৪জন।

কুকুটিয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ১জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ১জন ও স্বতন্ত্র প্রার্থী ২জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এছাড়াও বাড়ৈখালী ইউনিয়নে সংরক্ষিত ইউপি সদস্য (নারী) প্রার্থী হিসেবে ২১জন ও সাধারণ ইউপি সদস্য (পুরুষ) প্রার্থী হিসেবে ৮জন।

হাঁসাড়া ইউনিয়নে সংরক্ষিত ইউপি সদস্য (নারী) প্রার্থী হিসেবে ২৮জন ও সাধারণ ইউপি সদস্য (পুরুষ) প্রার্থী হিসেবে ১০জন।

বীরতারা ইউনিয়নে সংরক্ষিত ইউপি সদস্য (নারী) প্রার্থী হিসেবে ৩২জন ও সাধারণ ইউপি সদস্য (পুরুষ) প্রার্থী হিসেবে ১০জন।

ষোলঘর ইউনিয়নে সংরক্ষিত ইউপি সদস্য (নারী) প্রার্থী হিসেবে ২৯জন ও সাধারণ ইউপি সদস্য (পুরুষ) প্রার্থী হিসেবে ১০জন।

শ্রীনগর ইউনিয়নে সংরক্ষিত ইউপি সদস্য (নারী) প্রার্থী হিসেবে ২৭জন ও সাধারণ ইউপি সদস্য (পুরুষ) প্রার্থী হিসেবে ৯জন।

শ্যামসিদ্ধি ইউনিয়নে সংরক্ষিত ইউপি সদস্য (নারী) প্রার্থী হিসেবে ২৯জন ও সাধারণ ইউপি সদস্য (পুরুষ) প্রার্থী হিসেবে ১০জন।

বাঘড়া ইউনিয়নে সংরক্ষিত ইউপি সদস্য (নারী) প্রার্থী হিসেবে ৩৬জন ও সাধারণ ইউপি সদস্য (পুরুষ) প্রার্থী হিসেবে ৮জন।

কোলাপাড়া ইউনিয়নে সংরক্ষিত ইউপি সদস্য (নারী) প্রার্থী হিসেবে ২৬জন ও সাধারণ ইউপি সদস্য (পুরুষ) প্রার্থী হিসেবে ৮জন।

পাটাভোগ ইউনিয়নে সংরক্ষিত ইউপি সদস্য (নারী) প্রার্থী হিসেবে ৩২জন ও সাধারণ ইউপি সদস্য (পুরুষ) প্রার্থী হিসেবে ১১জন।

আটপাড়া ইউনিয়নে সংরক্ষিত ইউপি সদস্য (নারী) প্রার্থী হিসেবে ২৮জন ও সাধারণ ইউপি সদস্য (পুরুষ) প্রার্থী হিসেবে ৮জন।

তন্তর ইউনিয়নে সংরক্ষিত ইউপি সদস্য (নারী) প্রার্থী হিসেবে ২৯জন ও সাধারণ ইউপি সদস্য (পুরুষ) প্রার্থী হিসেবে ৮জন।

কুকুটিয়া ইউনিয়নে সংরক্ষিত ইউপি সদস্য (নারী) প্রার্থী হিসেবে ৩১জন ও সাধারণ ইউপি সদস্য (পুরুষ) প্রার্থী হিসেবে ৮জন।

এর মধ্যে ভাগ্যকুল ইউনিয়ন থেকে সবচেয়ে বেশি সাধারণ ইউপি সদস্য (পুরুষ) প্রার্থী হিসেবে ৬১জন ও পাটাভোগ ইউনিয়ন থেকে সবচেয়ে বেশি সংরক্ষিত ইউপি সদস্য (নারী) প্রার্থী হিসেবে ১১জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আগামী ২০ অক্টোবর মনোনয়নপত্র বাছাই , বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোটগ্রহণ ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

শ্রীনগর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা প্রায় ২ লাখ ৫১ হাজার ৭৪৪জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩১ হাজার ৩৪৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ৪০১ জন।

এ ব্যাপারে শ্রীনগর উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম জানান, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে আজকে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিলো।শেষ দিনে ১৪টি ইউনিয়নে মোট ৬১জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।এছাড়াও সংরক্ষিত ইউপি সদস্য (নারী) প্রার্থী হিসেবে ১২৬জন ও সাধারণ ইউপি সদস্য (পুরুষ) প্রার্থী হিসেবে ৪৩৯জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।মনোনয়ন পত্র আগামী ২১অক্টোবর যাচাই বাছাই করা হবে।আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিলো। শান্তিপূর্ণ পরিবেশে আমরা মনোনয়ন পত্র গ্রহণ করেছি।

আপনার মতামত লিখুন :