শ্রীনগরের হাঁসাড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধার অভিযোগ

শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. সোলায়মান খানের নির্বাচনী প্রচারণায় বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় হাঁসাড়া পালের বাড়ি এলাকায় নৌকার প্রার্থী আহসান হাবীবের কর্মী সমর্থরা এই বাধার সৃষ্টি করে। পরে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ ও সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ ঘটনাস্থলে এসে উপস্থিত দুই পক্ষকে সরিয়ে দেন।
স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সোলায়মান খাঁন বলেন, তিনি হাঁসাড়া পালের বাড়ি গণসংযোগকালে নৌকা প্রতিকের লোকজন বাঁধার সৃষ্টি করে আমাদেরকে আটকে ফেলে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ব্যরিস্টার সজিব আহমেদ ঘটনাস্থলে আসেন। কিন্তু নৌকা প্রতিকের লোকজন ঔধত্যপূর্ণ আচরণ শুরু করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে আসার পর নৌকা প্রতিকের লোকজন মিছিল শুরু করে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ বলেন, ওই এলাকায় নৌকা প্রতিকের একটি অনুমতিবিহীন ক্যাম্প থেকে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে বাঁধা সৃষ্টি করে। সহকারী কমিশনার (ভূমি) সজিব আহমেদ নৌকার সমর্থকদের নিবৃত করার চেষ্টা করেন। পরে আমি সেখানে উপস্থিত হয়ে দুই পক্ষকে সরিয়ে দেই। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।