শ্রীনগরে সন্ত্রাসী হামলার ঘটনায় ৩ আসামী গ্রেফতার

শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়নের বালাসুর নতুন বাজার এলাকায় গার্মেন্টস ব্যবসায়ী ও তার ভাইয়ের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশ ৩ জন আসামীকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার সন্ধায় শ্রীনগর থানার পুলিশ উপজেলার বালাশুর নতুন বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো নতুন বাজার এলাকার মৃত শফি চোকারের ছেলে খোকন চোকদার(৩২) ও একই গ্রামের আজাহার চোকদার(৫৭) এবং তার ছেলে মোঃ খোকন(২৬)।
পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে গত মঙ্গলবার বিকেলে বাড়ির সীমানা নিয়ে ওই এলাকার আঃ ররের বাড়ীতে প্রতিবেশী শফি চোকদারের পুত্র খোকন চোকদার ও ইদ্রিস চোকদারের নের্তৃত্বে ৯/১০ জনের একটি দল হামলা করে। এতে আঃ রবের দুই ছেলে শেখ হাবিব(৪৩) ও সিরাজুল ইসলাম(৩৫) আহত হয়। শেখ হাবিব ঢাকার কেরানীগঞ্জ পাঞ্জাবী মালিক সমিতির প্রচার সম্পাদক এবং তানিয়া গার্মেন্টস ও হাবিব পাঞ্জাবীর কর্ণধার।
এঘটনায় সিরাজুল ইসলাম বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ইলিয়াস আলী বলেন, ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।