শ্রীনগরের রাঢ়ীখালে শামসুল আলম সবজল প্যানেলের নির্বাচনী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০২ AM, ১৫ জানুয়ারী ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঐতিহ্যবাহী ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইসলামপূর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম সবজল প্যানেলের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকাল ৪টায় উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর নতুন বাজার ও সন্ধা ৬টায় কবুতর খোলা নতুন বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শামসুল আলম সবজল প্যানেলের স্কুল শাখায় অভিভাবক প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম কাড়ালের ব্যালট নাম্বার পাচ এটিএম মাসুদের ব্যালট নাম্বার দুই ও স্কুল শাখায় সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি এলিজা আখতারের ব্যালট নাম্বার এক এর বিজয়ের লক্ষ্যে বক্তারা বক্তব্য রাখেন।এছাড়াও কলেজ শাখায় অভিভাবক প্রতিনিধি হিসেবে মোঃ সিরাজুল ইসলাম হাওলাদারের ব্যালট নাম্বার চার ও হাজী আব্দুর রশীদ হাওলাদারের ব্যালট নাম্বার এক এর বিজয়ের লক্ষ্যেও বক্তারা বক্তব্য রাখেন।

এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম লিয়াকত খান,বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান,বিশিষ্ট সমাজসেবক রশিদ খান,রাঢ়ীখাল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম, রাঢ়ীখাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ বেপারী,রাঢ়ীখাল ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ্ জামাল বাছার সহ আরও অনেকে।

আপনার মতামত লিখুন :