শ্রীনগরের মুসল্লিকান্দায় বেহাল রাস্তায় ভোগান্তি!

আরিফুল ইসলাম শ্যামল
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৪ PM, ২৮ সেপ্টেম্বর ২০২১

শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুসল্লিকান্দা একটি বেহাল রাস্তায় চলা ফেরায় মানুষের ভোগান্তি বেড়েছে। প্রায় দেড় যুগেও ১ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ হয়নি। এতে করে রাস্তার বিভিন্ন অংশে পুরনো ইট উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত বিভিন্ন কাজেকর্মে অত্র এলাকার কয়েক হাজার মানুষের চলাচল একমাত্র মাধ্যম এটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঘড়া খালের পশ্চিম পাশের পাড় ঘেষে মুসল্লিকান্দা রাস্তার উত্তর দিকে শ্রীনগর-দোহার আন্ত:সড়ক ও দক্ষিণ দিকে বাঘড়া বাজার হয়ে সাইপুকুওে যাওয়ার সংযোগ স্থল এটি। দীর্ঘদিনের সংস্কারের অভাবে মুসল্লিকান্দা রাস্তার ইট উঠে গিয়ে রাস্তাজুড়ে খানাখন্দেও সৃষ্টি হয়েছে। এতে অটোরিক্সা, মোটরসাইকেলসহ অন্যান্য যান চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মাঝে মধ্যে ছোট খাটো দুর্ঘটনার খবর শুনতে পাওয়া গেছে। দেখা যায়, রাস্তাটির মাঝামাঝি অংশে মুসল্লিকান্দার আব্দুল খালেক শেখ বাড়ির সামনে প্রায় ৩০০ ফুট রাস্তা আরসিসি ঢালাই করা হয়েছে। দুই পাশে বাকি রাস্তায় আর কাজ করা সম্ভব হয়ে উঠেনি। বেহাল রাস্তার কারণে এখানে ভাড়ায় চালিত কোন যানবাহন আসতে চান না। বিশেষ করে এলাকাবাসী অতিরিক্ত খরচ করেও নির্মাণ সামগ্রীসহ অন্যান্য মালামাল বহনকারী গাড়ি নিয়ে এই রাস্তায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

ওই এলাকার জসিম, সাদ্দাম হোসেন, আব্দুল রশিদ, রবিউল, আলেয়া বেগমসহ অনেকেই বলেন, প্রায় দেড়যুগ ধরে রাস্তা সংস্কার করা হয়নি। এছাড়াও অতিবৃষ্টির ঢলের পানিতে রাস্তাটি দিনদিন আরো বেহাল হয়ে পড়ছে। মাঝে মধ্যেই শিশু, বৃদ্ধসহ অসুস্থ রোগী নিয়ে বেহাল রাস্তায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন তারা।

এ ব্যাপারে বাঘড়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন জানান, এর আগে পুরো রাস্তার জন্য আবেদন করা হলেও মাত্র ২৬২ ফুট রাস্তা আরসিসি ঢালাই সম্পন্ন হয়েছে। বাকি রাস্তা সংস্কারে জন্য ইউপি চেয়ারম্যান সাবের সাথে আলাপ আলোচনা হচ্ছে। ইউনিয়ন পরিষদের আগামী সভায় এ বিষয়ে পুনরায় উপস্থাপন করবো।

আপনার মতামত লিখুন :