শ্রীনগরের ভাগ্যকুলে করোনায় করুনা সূত্রধরের মৃত্যু

আরিফুল ইসলাম শ্যামল
  প্রকাশিত হয়েছেঃ  ১২:১৬ AM, ১৭ জুলাই ২০২১

শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁও এলাকার করুনা সূত্রধর (৪৫) নামে এক নারী করোনায় মৃত্যু হয়েছে। করুনা সূত্রধর উত্তর কামারগাঁওয়ের শ্রী কৃষ্ণ সূত্রধরের স্ত্রী। গত বৃহস্পতিবার রাতে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার সকালের দিকে ভাগ্যকুলের উত্তর কামারগাঁও গ্রামে বাড়িতে করুনা সূত্রধরের শেষ সমাধী করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।

জানা গেছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারের ১০ জন সদস্যদেরকে আইসোলেশনে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান হয়।করুনা সূত্রধরের পুত্র শুভ সূত্রধর বলেন, মায়ের মৃত্যুতে ইউএনও স্যার আমাদেরকে সার্বিকভাবে সাহায্য ও সহযোগিতার হাত বাড়ান। আমরা তার প্রতি কৃতজ্ঞ।

আপনার মতামত লিখুন :