শ্রীনগরের বালাশুরে যুবককে অপহরণ করে হত্যা চেষ্টা (ভিডিও)

শ্রীনগরে সোহেল সিকদার (৩৫) নামের এক যুবককে অপহরণ করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এঘটনার একটি ফোন রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গত মঙ্গলবার রাতে উপজেলার উত্তর বালাশুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে,উপজেলার উত্তর বালাশুর গ্রামের মৃত জালাল ফকিরের জামাতা সোহেল সিকদার কে অপহরণ করে একদল দুর্বৃত্ত।মঙ্গলবার সন্ধা থেকে খোজাখুজির একপর্যায়ে হাত পা বাস দিয়ে বাধা অবস্থায় তাকে স্থানীয়রা ভাগ্যকুল ইউনিয়নের বালাশুর শ্মশান এলাকা থেকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।পরবর্তীতে পরিবারের লোকজন কে খবর দিলে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাকে সনাক্ত করে।
এ ঘটনায় সোহেল সিকদারের ভাই শামিম সিকদার শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ভাই সোহেল সিকদারের সাথে গত ৩বছর আগে মৃত জালাল ফকিরের মেয়ে নুপুর (২২) এর ইসলামিক শরীয়াহ মোতাবেক বিবাহ হয়।বিয়ের আগে নুর আলম (২৫) পিতা সামচু শেখ সাং উত্তর বালাশুর নতুন বাজার, নুপুর কে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলো।উক্ত প্রস্তাবে নুপুরের আত্মীয় স্বজনরা রাজী না হওয়ায় এবং পরবর্তীতে আমার বড় ভাই নুপুর কে বিবাহ করায় নুর আলম নানান সময় আমার ভাইকে ক্ষতি করিবে বলিয়া ভয়ভীতি দেখাইতো।গত মঙ্গলবার রাত ০৮টার দিকে বালাশুর এতিমখানা এলাকা থেকে আমার ভাইকে একা পেয়ে নুর আলম ও তার ৩/৪জন সহযোগী হত্যার উদ্দেশ্যে তুলে নিয়ে যায় এবং তার সাথে থাকা একলক্ষ টাকা নিয়ে যায়।এসময় উক্ত বিবাদীরা আমার ভাইকে পার্শ্ববর্তী নির্জন চকে টানিয়া নেওয়ার সময় ভাইয়ের ডাক চিৎকারে আসপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে সকল বিবাদীরা সুযোগমত পাইলে আমার ভাইকে খুন করিয়া ফেলিবে বইলা হুমকি দিয়ে দ্রুত চলিয়া যায়।
অপহরণ হওয়া সোহেল সিকদার জানান নুর আলম পিতা সামচু শেখ, মৃদুল পিতা মৃত আলমগীর, মামুন ও আর একজন ছিলো যাকে আমি দেখলে চিনবো।ওরা চারজন মিলে আমাকে তুলে নিয়ে যায়।আমাকে অনেক মারধর করে বালাশুর শ্মশান এলাকায় হাত পা বাস দিয়ে বেধে রাখে।এবং অনেক রাতে গিয়ে আমাকে হত্যা করবে বলে চলে আসে।পরবর্তীতে স্থানীয়রা পেয়ে আমাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়।
এবিষয়ে নুপুরের বড় বোন জুই জানান, আমার ছোট বোন কে বিয়ে করতে না পেরে আমার ছোট বোনের স্বামী সোহেল কে নুর আলম নানান সময় মারধর করতো। এর আগেও দুইবার আমার ছোট বোনের স্বামীকে মারধর করেছে যার বিচার স্থানীয় মেম্বার আজিজুল কে জানিয়েও সুবিচার পাইনি।গত মঙ্গলবার সন্ধায় আমার ছোট বোনের স্বামীকে হত্যার উদ্দেশ্যে তুলে নিয়ে যায় নুর আলম, মৃদল, মামুন সহ বেশ কয়েকজন।পরে আমাকে ফোন দিয়ে জানায় তারা সোহেল কে জবাই করে ফেলবে।পারলে যাতে বাচাই বলে হুমকি ধামকি দেয়। যার একটি ফোন রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।আমি এর সুষ্ঠু বিচার চাই।
এবিষয়ে জানতে নুর আলম, মৃদুল, মামুনদের বাড়িতে গিয়েও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।