শ্রীনগরের বাঘড়ায় ইফতার সামগ্রী বিতরণ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে পূর্ব বঘড়া গ্রামের ক্বারী মোহাম্মদ উল্লাহ শাহ মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে সৌদি আরব প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক হান্নান শাহ’র ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় ৬শ’ পরিবারকে মুড়ি, খেজুর, পিয়াজ, চিনি, ভোজ্য তৈল, ডাল ও নগদ অর্থ দেওয়া হয়।
উক্ত বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন।
মনোয়ারা বেগমের সভাপতিত্বে ও মেজবাহ উদ্দিনের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, বিশিষ্ট সমাজ সেবক এ্যাভোকেট আবু আল নাসের তানজিল, স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।