শ্রীনগরের তন্তরে শোকসভা ও দোয়া মাহফিল

জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে শোকসভা, দোয়া মাহফিল ও ১৫ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে তন্তর ইউনিয়নের রুসদী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
তন্তর ইউনিয়ন আ’লীগের সভাপতি আজিজুল হক দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান লন্ঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূইয়া, আইন বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাভোকেট মোহাম্মদ আলী, তন্তর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, রায়হান আহমেদ মিথুন, সাব্বির শেখ, সোহেল রাজ, স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস শেখ, মনির হোসেন প্রমুখ।