শ্রীনগরের তন্তরে শোকসভা ও দোয়া মাহফিল

আরিফুল ইসলাম শ্যামল
  প্রকাশিত হয়েছেঃ  ০২:০৬ PM, ২৯ অগাস্ট ২০২১

জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে শোকসভা, দোয়া মাহফিল ও ১৫ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে তন্তর ইউনিয়নের রুসদী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

তন্তর ইউনিয়ন আ’লীগের সভাপতি আজিজুল হক দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান লন্ঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূইয়া, আইন বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাভোকেট মোহাম্মদ আলী, তন্তর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, রায়হান আহমেদ মিথুন, সাব্বির শেখ, সোহেল রাজ, স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস শেখ, মনির হোসেন প্রমুখ।

আপনার মতামত লিখুন :