শ্রীনগরের কোলাপাড়ায় ব্যক্তি উদ্যোগে খাবার বিতরণ

শাহ্ আলম ইসলাম (নিতুল)
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১১ PM, ০২ অগাস্ট ২০২০

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কোলাপাড়ায় ২টি আশ্রয় কেন্দ্রে আশ্রিত ৩৩টি পরিবারের মধ্যে ব্যক্তি উদ্যোগে খাবার বিতরণ করা হয়েছে।২ আগস্ট রোববার দুপুরে মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমত পরিবারগুলোকে রান্না করা খাবার বিতরণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্পতিক বন্যায় কোলাপাড়া ইউনিয়ন প্লাবিত হলে ওই এলাকারকয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পরে। এতে করে কোলাপাড়া উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্র ও সমষপুর সরকারি আশ্রয় কেন্দ্রে বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবার অবস্থান নেন। পরিবারগুলোর মধ্যে সরকারিভাবে বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও পরিবারগুলোকে সহযোগিতা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :