শ্রীনগরের কোলাপাড়ায় ব্যক্তি উদ্যোগে খাবার বিতরণ

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কোলাপাড়ায় ২টি আশ্রয় কেন্দ্রে আশ্রিত ৩৩টি পরিবারের মধ্যে ব্যক্তি উদ্যোগে খাবার বিতরণ করা হয়েছে।২ আগস্ট রোববার দুপুরে মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমত পরিবারগুলোকে রান্না করা খাবার বিতরণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্পতিক বন্যায় কোলাপাড়া ইউনিয়ন প্লাবিত হলে ওই এলাকারকয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পরে। এতে করে কোলাপাড়া উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্র ও সমষপুর সরকারি আশ্রয় কেন্দ্রে বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবার অবস্থান নেন। পরিবারগুলোর মধ্যে সরকারিভাবে বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও পরিবারগুলোকে সহযোগিতা করা হচ্ছে।