শ্রীনগরের কোলাপাড়ায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

শ্রীনগরের কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল সারে ১০ টায় উপজেলার কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া শেষে কেক কাটার মধ্যদিয়ে এ জন্মশত বার্ষিকীপালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক শাহীন আহাম্মেদ, আওয়ামী লীগ নেতা আব্দুল মাবুদ, রফিকুল ইসলাম বাবু, কোলাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাহার হোসেন, প্রচার সম্পাদক মোঃ রনি, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন, ইউনিয়ন যুবলীগের দেলোয়ার হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নবেল হাসান, সাধারণ সম্পাদক মোঃ নাদিম, ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাব্বির হাসান সানি, ছাত্র লীগ নেতা সনদ মোল্লা, শিশু ও কিশোর পরিষদের ইউনিয়ন সভাপতি সিহাব,সাধারণ সম্পাদক ইমন প্রমূখ।