শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন দৃশ্যমান-ফয়সাল বিপ্লব

নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফযসাল বিপ্লব বলেছেন,শেখ হাসিনা এখন বিশ্ব নন্দিত প্রধানমন্ত্রী। তিনি দুনীর্তির সাথে কোনো আপোষ করেননি। বাংলাদেশে সাধারণ মানুষের কল্যাণের জন্য তিনি দেশে প্রর্ত্যাবতন করেছিলেন। শেখ হাসিনার সরকার দেশে যে উন্নয়ন করছেন তা দৃশ্যমান। গতকাল বুধবার বিকেলে মুন্সীগঞ্জের মহাকালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মুন্সীগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পাওয়া দাবীতে আয়োজিত এ সূধী সমাবেশে সভাপতিত্ব করেন মহাকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শহীদুল ইসলাম ঢালী। এতে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল কবির, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয় সম্পাদক ফারুক হোসেন পিন্টু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: নাজমুল হাসান সোহেল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান লাকুম, মহাখালী ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিক মোল্লা, ও আল আমিন প্রমূখ।
মহাকালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বেপারির সঞ্চানায় সূধী সমাবেশ অনুষ্ঠানে পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফযসাল বিপ্লব বলেন, মুন্সীগঞ্জ পৌরসভা ছোট জায়গা, বেশী উন্নয়ন করতে পারি না, তাই মুন্সীগঞ্জ-গজারিয়ার জনগণের কল্যাণের জন্য আমি আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী মনোনয়ন প্রত্যাশী। নেতাকর্মীদের দলমত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ফযসাল বিপ্লব।