শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে গজারিয়ায় বৃক্ষরোপণ ও প্রশিক্ষণ সনদ বিতরণ

মুন্সীগঞ্জে গজারিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচী ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে বুধবার (৫আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা করা হয়।উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরিফ জামিলসহ বিভিন্ন ইউনিয়নের যুবকরা কর্মসূচীতে অংশগ্রহন করেন।