শুভেচ্ছায় সিক্ত হলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সহ-সভাপতি উজ্জল

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০৬ PM, ২৭ সেপ্টেম্বর ২০২০

সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি আওলাদ হোসেন উজ্জলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন নেতাকর্মীরা।

গত ১৯ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা হয়। এতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে আওলাদ হোসেন উজ্জ্বল নতুন কমিটিতে স্থান পান। তার এই সফলতায় শ্রীনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার শ্রীনগর দেউলভোগ নিজ বাড়িতে আওলাদ অভিনন্দিত ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।

এ সময় শ্রীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মুকুল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও শ্রীনগর উপজেলা কমিটির সাবেক সভাপতি কাজি শামিম ইমাম সাচ্চু, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. জসিম মোল্লা, কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মতিউর রহমান খান, বীরতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইস্রাফিল আলম, কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মাসুম খাঁন ডালু, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, শ্রীনগর উপজেলা যুবদলের সহ-সভাপতি শফিক মোড়ল, যুগ্ম সম্পাদক শেখ মুজিবুর রহমান, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহসানুল্লাহ, বাবুল হোসেন, শামসুল আলম নয়ন, আলম বেপারী, জাফর আহমেদ, এস এম এনায়েত হোসেন, খোকন আহমেদ হোসেন, শাহ আলম প্রমুখ।
সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি আওলাদ হোসেন উজ্জলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন নেতাকর্মীরা।

উল্লেখ, আওলাদ হোসেন উজ্জল মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের ঢাকা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

আপনার মতামত লিখুন :