শিমুলিয়া ঘাটে আবার ভাঙন, নাব্যতা সংকটে ফেরি চলাচল বন্ধ, পরিদর্শণ করলেন যুগ্ন সচিব

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরি ঘাট এলাকায় আবার ভাঙন দেখা দিয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শিমুলিয়া ৩নং রো রো ফেরি ঘাটের দেড়শ মিটার অদূরেই পদ্মা রেস্টুরেন্ট নামের একটি প্রতিষ্ঠান সহ বেশ কিছু এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। হুমকিতে রয়েছে রো রো ফেরি ঘাটটিও। এদিকে টানা ৯ দিন বন্ধ থাকার পরে শুক্রবার বিকাল সারে ৪ টায় পরীক্ষা মুলক চালু হওয়া ফেরি চলাচল নাব্যতা সংকট ও ভাঙ্গন আতঙ্কে আবারও বন্ধ হয়ে যায়। তবে আজ শনিবার দুপুর থেকে সিমিত পরিসরে ৫ টি ফেরি দিয়ে শিমুলিয়া কাঠাঁলবাড়ি নৌরুট চালু রাখা হয়েছে।
আজ সকালে শিমুলিয়া ঘাট এলাকা পরিদর্শণ করেছেন যুগ্ন সচিব নুরুল আমিন (ডেপুটেশনে আছেন বিআইডব্লিউটিএ)। এ সময় তিনি বলেন,ঘাট এলাকা ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা আপ্রাণ চেস্টা করছি লঞ্চ ঘাট ও ফেরি ঘাট সচল রাখতে। আমরা সার্েভ করে দেখবো।
সাথে ছিলেন বিআইডব্লিউটিএ ত্বত্ত্বাবধায়ক প্রকৌশলী সাজেদুর রহমানসহ শিমুলিয়া বিআইডব্লিউটিএ ও টিসির উর্ধবতন কর্মকর্তাগন।