শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

মুন্সীগঞ্জে জেলা পুলিশের আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে জেলা পুলিশ লাইন্সের ড্রিল সেডে এ আইন- শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা হয়।
এতে সভাপতিত্বে করেন পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম।মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুমন দেব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মিনহাজ উল ইসলাম, জেলা আনসার বিডিপি কমান্ডেন্ট হোসনে আরা হাসি,সদর থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক, মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সমর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক নবীন কুমার রায়, মুন্সীগঞ্জ জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী, মুন্সীগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং আহ্বায়ক অধ্যাপক প্রবীর গাঙ্গুলীসহ জেলা উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম বক্তব্যে বলেন, মুন্সীগঞ্জ জেলায় অভ্যন্তরীণ পূজা মন্ডপগুলোতে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পূজা মণ্ডপের স্বাস্থ্যবিধি, সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে, আলাদা ভাবে বাহির ও প্রবেশ পথ রাখতে হবে, পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ পূজায় দর্শনার্থীদের চলাচলের সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।