লৌহজং প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে উদ্যোক্তা ফোরামের শুভেচ্ছা

লৌহজং প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা উদ্যোক্তা ফোরাম।
রবিবার সন্ধ্যায় উপজেলার ঘোড়দৌড় বাজারের দৌলতখান কমপ্লেক্সে লৌহজং প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে গিয়ে ফুলের শুভেচ্ছা জানান উদ্যোক্তা ফোরাম। এ সময় উদ্যোক্তা ফোরামের সভাপতি মো. শাকিল হোসেনের নেতৃত্বে ফোরামের সদস্যরা নব নির্বাচিত লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু ও সাধারণ সম্পাদক মো. মানিক মিয়ার হাতে ফুলের তোড়া তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন লৌহজং প্রেস ক্লাবের সহ সভাপতি মো. শওকত হোসেন, সহ সম্পাদক মো. রাকিব শেখ, দপ্তর সম্পাদক ফৌজি হাসান খান রিকু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইমন হোসেন, কার্য নির্বাহী সদস্য মো. রমজান হোসন খান রকি, মো. মোশারফ হোসেন বাবু, শেখ মো. সোহেল রানা, লৌহজং উপজেলা উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক লাবনী আক্তার, দপ্তর সম্পাদক আল আমিন তালুকদার, সহ-প্রচার সম্পাদক মো. শাহীন হোসন, সদস্য ইতি আক্তার, লিজা আক্তারসহ আরও অনেকে।