লৌহজং থানা জাতীয় শ্রমিকলীগের মহান বিজয় দিবস পালন

১৬ই ডিসেম্বর ভোর বেলা বিজয় র্যালী ও লৌহজং উপজেলা কমপ্লেক্সের বঙ্গবন্ধু মোর্যালে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করল লৌহজং থানা জাতীয় শ্রমিকলীগ।
লৌহজং থানা জাতীয় শ্রমিকলীগ সভাপতি মো.হাশেম খান সভাপতিত্বে এবংসাধারণ সম্পাদক জুয়েল শিকদার বাবুর সঞ্চালনায় একটি বিজয় র্যালি করে লৌহজং থানা জাতীয় শ্রমিকলীগ তারপর তারা বঙ্গবন্ধুর মোর্যালে পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মো.শাহজাহান তালুকদার সহ-সভাপতি জাতীয় শ্রমিকলীগ লৌহজং উপজেলা শাখা,শিপন বেপারী যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিকলীগ,মো. জিয়া মাদবর সাংগঠনিক সম্পাদক জাতীয় শ্রমিকলীগ লৌহজং উপজেলা শাখা, লৌহজং উপজেলা শাখা,মো. ফারুক আহমেদ ,কনকনসার ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগে সভাপতি মো. ইরান শেখ,সাধারণ সম্পাদক শেখ মো.সুমন, বেজগাও ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ সভাতি আব্দুল হামিদ খান ,সাধারণ সম্পাদক রফিক শিকদার সহ প্রমুখ।