লৌহজং থানার নতুন ভবন পরিদর্শন করলেন পুলিশ সুপার

মুন্সীগঞ্জের লৌহজং থানার নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম (বার) । গতকাল সোমবার দুপুর ১২ টায় উপজেলার বেজগাঁও ইউনিয়নের মালির অংক বাজার সংলগ্ন লৌহজং থানার নতুন ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান, লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসাইন।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন জানান নতুন থানা ভবনের নির্মাণ কাজ শেষ পর্যায়ে ।এই মাসের মধ্যে আশা করছি নতুন ভবন উদ্বোধন করা হবে।