লৌহজং উপজেলা হেলথ এসিস্ট্যান্ট ও ইন্সপেক্টোরাল এসোসিয়েশন এর কর্মবিরতি

তাজুল ইসলাম রাকিব
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০৭ PM, ২৯ নভেম্বর ২০২০

লৌহজং উপজেলা বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট ও ইন্সপেক্টোরাল এসোসিয়েশন এর আয়োজনে, বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন আপগ্রেডেশনসহ ৪ দফা দাবীতে এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) ও হাম রুবেলা ক্যাম্পেইন বর্জনসহ সকল কার্যক্রম থেকে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের অনিদৃষ্ট কালের জন্য কর্মবিরতি শুরু করেছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে সকল কার্যক্রম বন্ধ রেখে অনিদৃষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছে। এসময় উপস্থিত ছিলেন, দাবী বাস্তবায়ন কমিটির লৌহজং উপজেলা শাখার সভাপতি হাসেম মো: আবু বকর ছিদ্দিক দেওয়ান, সদস্য সচিব আজিজুল হক, কেন্দ্রীয় যুগ্ন-সবধারণ সম্পাদক রফিকুল ইসলাম, স্বাস্থ্য সহকারী নাসিমা নাসরিন, স্বাস্থ্য সহকারী তাপস চন্দ্র বাড়ৈ, স্বাস্থ্য সহকারী সুধাংশু বিশ্বাস, স্বাস্থ্য সহকারী মো: সোহেল হোসেন, স্বাস্থ্য সহকারী সুরাউয়া আক্তার স্বাস্থ্য সহকারী আতাউর রহমান হাওলাদার প্রমুখ।

আপনার মতামত লিখুন :