লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা সমস্যায় জর্জরিত

লৌহজং উপজেলায় সরকারি হাসপাতাল হচ্ছে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালটি ৫০ শয্যা বিশিষ্ট। উপজেলার ১০ টি ইউনিয়নের প্রায় ২ লক্ষ জনগণের বসবাস। এই বিশাল জনগণের সেবা দেওয়ার জন্য সরকারি এই হাসপাতালটি।তবে এই হাসপাতালে রয়েছে নানান ধরনের সমস্যা। ডাক্তারদের ২১টি পদের মধ্যে ১৩ টি পদ শূন্য, নার্স ২০টি পদের মধ্যে ৪টি পদ শূন্য,ফার্মাসিস্ট দুইজনের মধ্যে একজন, পরিসংখ্যান পদটি শূন্য, অফিস সহকারি তিনটি পদের মধ্যে সবকটি পদ শূন্য,এমএলএস চারজনের মধ্যে দুইজন,আয়া দুজন থাকার কথা থাকলেও একজনও নেই।
ওয়ার্ড বয় তিনজনের মধ্যে একজন,পরিচ্ছন্নকর্মী ৫টি মধ্যে সবক’টি পদ শূন্য, স্বাস্থ্য সহকারী ২০টি পদ শূন্য রয়েছে। এছাড়া কার্ডিওলজি বিভাগ, চক্ষু বিভাগ ,মেডিকেল অফিসার, মেডিসিন বিশেষজ্ঞ ,অর্থোপেডিক বিভাগ শূন্য রয়েছে। সকল যন্ত্রপাতি থাকা সত্ত্বেও এনএসেনশিয়াল না থাকার কারণে প্রসূতি দের সিজার করা সম্ভব হয়না।
গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে হাসপাতালে দেখা যায়, হাসপাতালের সামনে একমাত্র আর্সেনিকমুক্ত টিউবয়েল টি বিকল হয়ে গেছে ।শুধু তাই নয় তৃতীয় তলায় মহিলা ও পুরুষ ওয়ার্ডে টয়লেটের অবস্থা দুর্বিষহ।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামীম আহমেদ দৈনিক মুন্সিগঞ্জের খবর কে জানান,” হাসপাতালে বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও আমরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। এবং সেবা প্রদানের কোনো সমস্যা হবে না। পর্যাপ্ত ওষুধ সরবরাহ,সার্বক্ষণিক ডাক্তার ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। তিনি আরো জানান ,হাসপাতালের সামনে পুরাতন পরিত্যক্ত ভবনটি ভেঙ্গে সমপ্রসারণের চেষ্টা করা হচ্ছে।”