লৌহজংয়ে ৯টি গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫৯ PM, ২৩ মার্চ ২০২১

মুজিববর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে গৃহহীন নয়টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার মঙ্গলবার দুপুরে উপজেলার কনকসার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এসব পরিবারের মাঝে নির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন।

ঘরের চাবি পেয়ে আনন্দে আত্মহারা ভিটেমাটিহীন মানুষেরা জানান, এতদিন পরের বাড়িঘরে ছিলাম, কিন্তু এখন আর কারও বাড়িঘরে থাকতে হবে না। আমাদের একটা নির্দিষ্ট ঠিকানা হলো।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী কমিশনার (ভূমি) মু. রাসেদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাজেদা সরকার, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা উপ-প্রকল্প কর্মকর্তা জয়েন আলী, কনকসার ইউপি সদস্য জিল্লুর রহমান মিঠু প্রমুখ।

ইউএনও হুমায়ুন কবির জানান, মুজিববর্ষ উপলক্ষে লৌহজং উপজেলার ১৪৩টি গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর বিতরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :