লৌহজংয়ে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলার বেজগাঁও ইউনিয়নের লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম। প্রথম দিনে উপজেলার বেজগাঁও ইউনিয়নের ১ ও ৩ নম্বর ওয়ার্ডের ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ, বেজগাঁও ইউপি চেয়ারম্যান আমির হোসেন তালুকদার।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহমেদ জানান, স্মার্ট কার্ড নিতে আসা লোকজনের হাতের ১০ আঙুলের ছাপ নেওয়া ও চোখের রেটিনা স্ক্যানিং করা হচ্ছে। লৌহজং উপজেলার ১০টি ইউনিয়নের ভোটারদের মধ্যে আগামী ৫ মে পর্যন্ত পর্যায়ক্রমে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। তিনি আরও জানান, কারও জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে এনআইডি নম্বর কিংবা ফটোকপি থাকলে ৩৭০ টাকা ফির বিনিময়ে একবারে স্মার্ট কার্ড দিয়ে দিচ্ছি।
শনিবার বেলা ১১ টায় বিতরণস্থলে গিয়ে মানুষজনকে স্বতঃস্ফূর্তভাবে স্মার্ট কার্ড গ্রহণ করতে দেখা গেছে। চৈত্রের চড়া রোদ ও গরম উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করছে তারা। ষাটোর্ধ্ব জমিলা খাতুন জানান, শুনছি নতুন আইডি কার্ডে অনেক সুবিধা আছে, তার জন্য আসছি। স্মার্ট কার্ড সংগ্রহ করা বলরাম চন্দ্র দাস বলেন, সর্বোচ্চ এক ঘণ্টা সময়ের মধ্যে আঙুলের ছাপ ও চোখের রেটিনা স্ক্যানিং শেষে স্মার্ট কার্ড পেয়ে খুশি লাগছে। স্বেচ্ছাসেবকেরা লাইনে দাঁড়ানো বয়স্ক ও অসুস্থ মানুষদের অগ্রাধিকার ভিত্তিতে স্মার্ট কার্ড বিতরণের ব্যবস্থা করে দিয়েছে।